রাশিয়া-ইউক্রেন সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কোন পক্ষে? সম্প্রতি তিনি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট দিচ্ছেন বলে যে খবর চাউর হয়েছে, তা থেকে কী মনে হচ্ছে? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এতদিন সুসম্পর্কের কথা বলে এখন কি তার পিঠে ছুরি মারলেন ট্রাম্প?
ট্রাম্প আসলে কোনো পক্ষেরই না। তিনি নিজেরটা ভাল বোঝেন, তিনি তার দেশ যুক্তরাষ্ট্রের স্বার্থই সবার উপরে রাখেন।
এখন কোন দেশ তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারির মতো মূল্যবান অস্ত্রসম্ভার ইউক্রেনকে দান করবে, তা নিয়ে ইউরোপে চলছে ভাবনা-চিন্তা। এমনিতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি খুবই দামি। মার্কিন মিত্রদেশগুলোর কাছে সিস্টেমটির চাহিদা আকাশছোঁয়া। ইউক্রেনের শহরগুলো লক্ষ্য করে রাশিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সিস্টেমটি বেশ কাজের বলে প্রমাণিত হয়েছে।