মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষের সবকিছুই সম্মানিত ও মূল্যবান। সবচেয়ে মূল্যবান তার প্রাণ। একজন মানুষের প্রাণ নাশ করা বা তাকে হত্যা করা অত্যন্ত জঘন্য বিষয়।
ইসলামে মানুষ হত্যাকে গুরুতর পাপ হিসাবে সাব্যস্ত করা হয়েছে।একজন মানুষ হত্যা করা শুধু একটি প্রাণের নাশ নয়, বরং তার হত্যার সঙ্গে ঘটে যায় শত মানুষের বিনাশ। নিভে যায় একটি পরিবারের জীবন প্রদীপ। ভেঙে যায় হাজারও স্বপ্ন।
চুরমার হয়ে পড়ে বাবা-মার হৃদয়। চিরতরে এতিম হয়ে পড়ে ফুটফুটে শিশুগুলো আর বিধবা হয়ে যায় প্রিয়তমা স্ত্রী। এভাবে একটি পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র সবাই হয়ে পড়ে বেদনাবিধুর।