কুমিল্লার দেবিদ্বারে আশিকুর রহমান নামে এক সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে দেবিদ্বার-চান্দিনা সড়কের নবীয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে নগদ টাকা, সৌদি রিয়াল, ডলারসহ প্রায় ২৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ডাকাত দল।
আশিকুর রহমান (২৭) উপজেলার মোহনপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
প্রবাসী আশিকুর রহমান বলেন, আমি সৌদি আরব থেকে রাত ১২টার দিকে ঢাকা বিমানবন্দরে নেমে ট্যাক্সি নিয়ে গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার মোহনপুরের উদ্দেশে রওনা দেই। ভোর ৪টার দিকে দেবিদ্বার-চান্দিনা সড়কের নবিয়াবাদ স্টিলের ব্রিজ এলাকায় গাড়িটি গতিরোধ করে ১০-১২ জনের ডাকাত দল আমার ওপর আক্রমণ করতে আসে। এ সময় তারা আমাকে দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ইকামা, ব্যাংক কার্ড, আট ভরি সমপরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা, রিয়াল, ডলার, ল্যাপটপ, মোবাইলসহ প্রায় ২৮ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ বিষয়ে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করেছি।