সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বৃহস্পতিবার এক ভাষণে দ্রুজদের সঙ্গে নতুন যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা দিয়েছেন।
চুক্তির আওতায় সীমান্তবর্তী সুয়েইদা অঞ্চল থেকে সরকারি সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে।
বহুদিন ধরেই দক্ষিণ সিরিয়ার এই অঞ্চল কিছুটা স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত হয়ে আসছিল, যেখানে স্থানীয় মিলিশিয়া এবং জনগণ নিজেরাই আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করতেন। তবে সম্প্রতি সুয়েইদায় দ্রুজজ সম্প্রদায়, বেদুইন গোত্র এবং সরকারি বাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।
প্রেসিডেন্ট আল-শারাআ বলেন, আমরা আমাদের দ্রুজজ জনগণকে যারা আক্রমণ ও নির্যাতন করেছে, তাদের জবাবদিহির আওতায় আনতে বদ্ধপরিকর। কারণ তারা রাষ্ট্রের সুরক্ষা ও দায়িত্বের আওতায় পড়ে।
তিনি আরও বলেন, দ্রুজরা আমাদের জাতির অবিচ্ছেদ্য অংশ। তাদের অধিকার ও স্বাধীনতা রক্ষা আমাদের শীর্ষ অগ্রাধিকার। আমরা দেশীয় বা বিদেশি, যেকোনো বিভাজন সৃষ্টির চেষ্টাকে প্রত্যাখ্যান করি। একটি নতুন সিরিয়া গঠনের জন্য আমাদের সকলকে রাষ্ট্রের পেছনে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে, এর মূলনীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং জাতির স্বার্থকে যেকোনো ব্যক্তিগত বা ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে।