রান্নাঘরের অতিপ্রয়োজনীয় একটি উপাদান হচ্ছে পেঁয়াজ। তরকারি যেমনই হোক না কেন, পেঁয়াজ ছাড়া রান্না চলেই না কিংবা হবে না। তাই রান্নাঘরে পেঁয়াজ থাকা মানে, রান্নার রসনা বাড়িয়ে তোলা। এটি যেমন রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, ঠিক তেমনি পেঁয়াজের অনেক গুণও রয়েছে। তাই বলা হয়—রান্নার প্রধান উৎস পেঁয়াজ।
পেঁয়াজ হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। সেই সঙ্গে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। মানব দেহের কিছু সাধারণ অ্যালার্জির সমাধানও করে থাকে পেঁয়াজ।
আবার অনেক সময় দেখা যায় পেঁয়াজের খোসায় কালো কালো ছোপ দাগ। বিশেষ করে বর্ষাকালে এই দাগ বেশি দেখা যায়। অনেকেরই মনে প্রশ্ন— এসব পেঁয়াজ কি আদৌ খাওয়া উচিত? এটি কি শরীরের কোনো ক্ষতি করতে পারে?
সাধারণত আমরা পেঁয়াজে কালো দাগ দেখতে পাই। এটাকে আসলে কালো ছত্রাক বলি। একে মূলত অ্যাসপারগিলাস নাইজার বলা হয়। এ ধরনের ছত্রাক মাটিতে অবস্থান করে থাকে। তবে এগুলো মিউকরমাইকোসিস নয়, তাই এ ছত্রাক নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই। এটি তেমন কোনো বিষাক্ত নয়।