মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস, নর্থ ক্যারোলিনা, ইলিনয়, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক সিটিতে আচমকা রেকর্ড পরিমাণ বন্যায় দুর্গতির খবর আমরা ইতোমধ্যেই জেনেছি। গতবছরেই দাবানলে দেশটির মাইলের পর মেইল এলাকা পুড়ে যাওয়ার ক্ষত এখনো দগদগে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ধীরগতির বজ্রবৃষ্টির ফলে ৪ জুলাই পুরো গ্রীষ্মের মোট বৃষ্টির চেয়েও বেশি বৃষ্টি হয়েছে। বন্যায় ১৩০ জনেরও বেশি মানুষ মারা গেছে। গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে উত্তর ক্যারোলিনায় প্রায় এক ফুট বৃষ্টি ঝরেছে, ভাবা যায়? তীব্র তাপদাহ বাতাসের আর্দ্রতা বাড়িয়েছে অস্বাভাবিকভাবে। তারপর ঝড়ের প্রভাবে তীব্র বৃষ্টি নেমেছে। নদীর পানি ২৫ ফুটেরও বেশি ফুলেফেঁপে বিপদ ডেকে এনেছে। সবকটি দুর্যোগই ছিল চরম, হঠাৎ আর দ্রুত।
যুক্তরাষ্ট্রের শহরাঞ্চলের অবকাঠামো আর রাস্তাঘাটের কারণে এমন ভারী বৃষ্টির পানি মাটির ভেতরে যেতে পারে না। দাবানলে পুড়ে অনেক অঞ্চলের মাটি পানি শুষে নেওয়ার ক্ষমতা হারিয়েছে। বন্যাকবলিত এলাকার ড্রেনেজ সিস্টেমও এত বৃষ্টির পানি সামলানোর জন্য ডিজাইন করা হয়নি।