ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশব্যাপী সংবাদ কর্মী নিয়োগ চলছে

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ মাসুদের পদত্যাগ

  • Reporter Name
  • প্রকাশিত : ১৪ ঘন্টা আগে
  • ১ বার পাঠ করা হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পদত্যাগের পরামর্শ দেওয়া হলে, বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, গত ৩ জুলাই ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে পদত্যাগের আহ্বান জানান।

এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। ওই সময় পাঁচ সদস্যের নতুন পর্ষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। তিনি বিগত সরকারের সময়ে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত ওবায়েদ উল্লাহ ওই সময়ে একের পর এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ পদে বসেন। ছাত্র ও জনতার আন্দোলনের ফলে সরকার পতনের পর বিভিন্ন সংবেদনশীল পদে থাকা কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ কিংবা পদত্যাগে বাধ্য করা হলেও, ওবায়েদ উল্লাহ আল মাসুদকে দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়, যা নিয়ে তীব্র আপত্তি তোলে বিভিন্ন মহল।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ মাসুদের পদত্যাগ

প্রকাশিত : ১৪ ঘন্টা আগে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পদত্যাগের পরামর্শ দেওয়া হলে, বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, গত ৩ জুলাই ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে পদত্যাগের আহ্বান জানান।

এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। ওই সময় পাঁচ সদস্যের নতুন পর্ষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। তিনি বিগত সরকারের সময়ে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত ওবায়েদ উল্লাহ ওই সময়ে একের পর এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ পদে বসেন। ছাত্র ও জনতার আন্দোলনের ফলে সরকার পতনের পর বিভিন্ন সংবেদনশীল পদে থাকা কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ কিংবা পদত্যাগে বাধ্য করা হলেও, ওবায়েদ উল্লাহ আল মাসুদকে দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়, যা নিয়ে তীব্র আপত্তি তোলে বিভিন্ন মহল।