বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পরই গোলমাল শুরু হয়েছে। অর্থাৎ এদেশে নির্বাচন হতে দেওয়া যায় না।
কিন্তু দেখবেন, আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জুলাই আগস্টের ঐতিহাসিক বীর শহীদদের স্মরণে’ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। এখানে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার একটি সুযোগ তৈরি হয়েছে। কিন্তু ফ্যাসিবাদ এখনো শেষ হয়ে যায়নি। গণতন্ত্রে যেন উত্তরণ না ঘটে, তার জন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্নভাবে দলের নেতাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে। এমনকি আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল অশ্রাব্য ভাষার কথা বলেছে।